04 December 2013

Biology Short Suggestion for the SSC examination 2014

 প্রিয় শিক্ষার্থীরা আপনাদের ভাল ফলাফল প্রত্যাশায় ২০১৪ সালের জন্য জীববিজ্ঞান বিষয়ে একখানা সাজেশন তৈরি করেছি । আশা করি আপনারা উপকৃত হবেন। সবার নিচে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে চার সেট অবশ্যই কমন পাবেন। যারা দুর্বল তারা শুধু চার সেট প্রেকটিস করবেন।

বিগত বছরের প্রশ্নগুলো পর্যবেক্ষন করলে দেখা যায় ১ থেকে ১০ অধ্যায় ‍তিনটি করে নৈর্ব্যক্তিক থাকে তাই এই অধ্যায়গুলো নৈর্ব্যক্তিকের জন্য ভালকরে পড়বেন।
অধ্যায়-২: জীবকোষের গঠন ও প্রকৃতি (প্লাজমামেমব্রেন, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস ও ক্রোমোজোম)
অধ্যায়-৩: কোষ বিভাজন (মাইটোসিস কোষবিভাজনের ধাপসমূহ, মাইটোসিস ও মিয়োসিসের গুরুত্ব)
অধ্যায়-৪: টিস্যু ও টিস্যুতন্ত্র ( ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর পার্থক্য, প্যারেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমার পার্থক্য এবং জটিল টিস্যু )
অধ্যায়-৭: আরশোলা, কুনোব্যাঙ ও মানুষের শ্রেণিবিন্যাস এবং বিভিন্ন পর্বরে সনাক্তকারী বৈশিষ্ট্য
অধ্যায়-৮:  অ্যামিবা : (অ্যামিবার চলন, খাদ্যগ্রহন প্রক্রিয়া, প্রজনন)
                 কুনোব্যাঙ: (পৌষ্টিকতন্ত্র, রক্তসংবহনতন্ত্র,শিরাতন্ত্র,  রেচনতন্ত্র, জীবনচক্র ও রুপান্তর)
অধ্যায়-৯: ইমবাইবিশন, অভিস্রবন, রস উত্তোলন, প্রস্বেদন, সালোকসংশ্লেষন ও শ্বসন
অধ্যায়-১০: ফুল (সব)
অধ্যায়-১১: পরাগায়ন, নিষেক, ফল ও বীজের বিস্তরণ (সব)
অধ্যায়-১২: উদ্ভিদের প্রজনন (সব)
অধ্যায়-১৩: জীব ও পরিবেশ (সব)
অধ্যায়-১৪: পরিবেশ দূষণ ও পরিবেশ সংরক্ষন  (সব)

সমন্বিত অংশ: (২,৩ এক সেট, ১৩,১৪ এক সেট)
উদ্ভিদ অংশ: (৪ এক সেট, ৯ এক সেট)
প্রাণী অংশ: (৭ এক সেট, ৮ এক সেট)




1 comment:

Chemistry short suggestion for the ssc examination 2014

wcªq wkÿv_x©iv Avcbviv wbðqB GUv eyS‡Z cvi‡Qb †h, m„Rbkx†ji Rb¨ Avcwb Aa¨vq evQvB Ki‡Z cv‡ib, wKš‘ Aa¨vq †_‡K †e‡Q covi my‡hvM †bB| ïa...